13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভালোবেসে পাগল প্রায় রিয়াজ

admin
August 16, 2015 8:06 pm
Link Copied!

বিনোদন ডেস্কঃ গল্পটা ১৯৯৫ সালের। বাংলাবাজারে একটা বইয়ের দোকানের ম্যানেজার রিয়াজ। টেলিফোনে রং নাম্বারে যোগাযোগের মধ্য দিয়ে সিলেটের নূপুর নামের এক তরুণীর সঙ্গে প্রেম হয় রিয়াজের। মেয়েটা ঢাকায় আসতে চায় রিয়াজের সঙ্গে দেখা করতে। তখন থেকেই স্টেশনে তার জন্য অপেক্ষা করে চলেছেন রিয়াজ। অপেক্ষা করতে করতে পার হয়ে গেছে ২০ বছর। রিয়াজের অবস্থা পাগল প্রায়। বাড়ন্ত চুল-দাড়িতে রিয়াজকে চেনায় দায়। এ কোন রিয়াজ?

রেলস্টেশনে পাগল প্রায় হয়ে হেঁটে বেড়াচ্ছেন, ঘুমুচ্ছেন। অন্যের সঙ্গে কথা বলতে চেষ্টা করছেন। সম্প্রতি এমনই গল্পের এক টেলিফিকশন অভিনয করেছেন রিয়াজ। টেলিফিকশনের নাম ‘প্রতীক্ষা’। এটি রচনা ও পরিচালনা করেছেন সিমিত রায় অন্তর। এই টেলিফিকশনে শোভন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আর নুপূর চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া। নির্মাতা সিমিত রায় অন্তর বলেন, ‘এটি একটি রিয়েল ভালোবাসার গল্প। এর মধ্যে টেলিফিকশনটির শুটিং করেছি রাজধানীর কমলাপুর স্টেশন, উত্তরাসহ বিভিন্ন লোকেশন্।ে আশা করি ফিকশানটি সবার ভালো লাগবে। এটি প্রযোজনা করেছে ভ্যারিয়েশন এন্টারটেইনমেন্ট। রিয়াজ ও শবনম ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন মুনিয়া ইসলাম, মাসুদ রানা মিঠু, আল আমিন সবুজ প্রমূখ।

পরিচালক সূত্রে জানা গেছে সব কিছু ঠিক থাকলে আসছে কোরবানির ঈদে কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে ‘প্রতীক্ষা’। রিয়াজ বর্তমানে ছোটপর্দায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নির্মাতা সিমিত ব্যস্ত ‘প্রতীক্ষা’র এডিটিং নিয়ে। সিমিতের আগের নির্মিত কয়েকটি উল্লেখযোগ্য নাটক হলো ‘হারমনি’, ‘দোসর’। প্রচারের অপেক্ষায় আছে আরও একটি নাটক ‘উঠান’।

http://www.anandalokfoundation.com/