আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের উত্তরসুরী জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুরে জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় শহরের থানা রোড কাটপট্টি পৌর মার্কেট ভবনের ৩য় তলায় পার্টির কার্যালয়ে এ সভার আয়োজন করেন।
জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক ফকির আঃ মান্নান, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি রওশন আলী ভুইয়া, সাংগঠণিক সম্পাদক বায়েজিদুর রহমান, চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা হোসেন খান, নগরকান্দা উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সবুর, সালথা উপজেলা সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, সদরপুর উপজেলা সাধারণ সম্পাদক ইয়াকুব মোল্যা, কোতয়ালী থানা সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ জাকের পার্টি ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।
এসময় সভাপতির বক্তব্যে মশিউর জাদু মিয়া বলেন, জাকের পার্টির চেয়ারম্যান মেজভাইজান মুজাদ্দেদী ও পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজ চাচাজান মুজাদ্দেদী নেতৃত্বে আজ সারাদেশে জাকের পার্টি সুসংগঠিত। খুব শীগ্রই জাকের পার্টির জয় হবে ইনশাল্লাহ।