ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় গৃহবধুকে ধর্ষনের চেষ্টা। থানায় মামলা, আসামী গ্রেফতার

admin
October 24, 2016 3:52 pm
Link Copied!

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। মামলা করে গৃহবধু নিরাপত্তাহীনতায় ভুগছে।

গৃহবধুর অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের পরিমল ঘরামী ঢাকায় বেসরকারী একটি প্রতিষ্ঠানে চাকুরী করেন। বাড়িতে তার স্ত্রী পুম্প বিশ্বাস ও দুই সন্তান বসবাস করছেন। পরিমল বাড়িতে না থাকার সুবাধে একই বাড়ির মৃত লাল মোহন ঘরামীর ছেলে বিধান ঘরামী প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো। এতে ওই গৃহবধু সারা না দেয়ায় রোববার দুপুরে ঘরে একা পেয়ে বিধান তাকে ধর্ষনের চেষ্টা করে। তার চিতৎকারে পাশের ঘরের বিবেক ঘরামীর স্ত্রী উষা রানী এসে তাকে উদ্ধার করে।

রোববার রাতে ওই পুম্প বিশ্বাস বাদী হয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন,যার নং-৭(২৩-১০-২০১৬)। ওই মামলার আসামী বিধান ঘরামীকে রাতেই পুলিশ এসআই আ.হক গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

মামলা প্রত্যাহারের জন্য ওই গৃহবধুকে স্থানীয় প্রভাবশালীরা চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন। নিরাপত্তার জন্য গৃহবধু স্বামীর বাড়ি থেকে সন্তান নিয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছে জানা গেছে।

http://www.anandalokfoundation.com/