রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০২:৪২ পূর্বাহ্ন
তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি: শীতের আমেজে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের ভ্রাম্যমাণ পিঠার দোকানে ভীড় জমতে শুরু করেছে। শিশু-কিশোর-থেকে শুরু করে সব বয়সীদেরকেই পিঠার দোকানে ভীড় করতে দেখা যায়। কয়েক ধরণের ভর্তা দিয়ে গরম গরম পিঠা খেতে সব বয়সীদের দেখা যায়।
ঠান্ডা আবহাওয়ায় গরম গরম চিতই পিঠা মুখো রোচকদের আকৃষ্ট করছে। শীতে চায়ের দোকান ছাড়াও পিঠার দোকানকে ঘিরে বন্ধুদের আড্ডাও জমে উঠে। এ আড্ডায় পিঠা খাওয়া অনেকের নিয়মে পরিণত হয়।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানা শহরের নিউমার্কেট এলাকায় ভ্রাম্যমাণ পিঠার দোকানে কয়েকজন যুবককে পিঠা খেতে দেখা যায়। আবার অনেকেই পরিবারের অন্য সদস্যদের জন্য প্যাকেট করে পিঠা নিয়ে যাচ্ছেন। সঙ্গে বিনামূল্যে পাওয়া শুটকি ও সরিষার ভর্তা নিতেও ভোলেন না।
পিঠা খেতে আসা যুবক ইব্রাহীম জানান, শীত আসলে পিঠার ভ্রাম্যমাণ দোকান দেখা যায়।চন্দ্রগঞ্জে পিঠার ভ্রাম্যমাণ দোকান একটা হওয়ার বিক্রিও ভালো হচ্ছে। গরম গরম পিঠা খাওয়ার স্বাদই আলাদা। দামও তেমন না। চিতই পিঠা প্রতিটি ১০ টাকা করে।
পিঠা বিক্রি নিয়ে সাজু ও রাশেদের সঙ্গে কথা হয়। তারা বলেন, এবার আমরা নতুন করে প্রথম পিঠা বিক্রি করা শুরু করেছি। এর আগে কখনো পিঠা বিক্রি করার অভিজ্ঞতা ছিল না। আগামী ৩ মাস প্রতিদিন পিঠা বিক্রি করবো। সন্ধ্যা নামতেই ক্রেতাদের সমাগম হয়। পিঠার দাম কম হওয়ায় ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। পিঠার সাথে সরিষা বাটাসহ কয়েকধরণের ভর্তা বিনামূল্যে দেওয়া হয়।
Leave a Reply