13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে জরিমানা 

Brinda Chowdhury
February 17, 2021 7:19 pm
Link Copied!

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর পৌরসভার রঘুনন্দনপুর এলাকায় বুধবার (১৭ ফেব্রুয়ারি) একটি  পুকুর অবৈধভাবে ভরাটের সময় মোবাইল কোর্ট পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ওই পুকুর ভরাটের কাজে ব্যবহৃত একটি পেলুডার জব্দ করা হয়।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম রেজা মোবাইল কোর্ট পরিচালনা করে  লিয়াকত আলী পাট্টাদার নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেন।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ জানান, খবর পেয়ে পৌরসভার রঘুনন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে লিয়াকত আলী পাট্টাদার নামে এক ব্যক্তিকে  এক লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, অবৈধভাবে পুকুরটি ভরাট করছিলেন ঐ ব্যাক্তি।  মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন পরিদর্শক মনিরুজ্জামান শেখ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
http://www.anandalokfoundation.com/