13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এবার ইউরোপের গ্যাস বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেক্স
March 27, 2022 11:47 am
Link Copied!

ইউক্রেনে হামলার পর যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে তীব্র চাপে ফেলেছে। এ দিকে রাশিয়া ও ছাড়ার পাত্র নয়। এ দিকে দিয়ে রুশ তেল ও গ্যাস এর আমদানিতে ইউরোপ চলে। বিশেষ করে গ্যাসের ওপর তাদের নির্ভরতা।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎস সম্প্রতি বলেছেন, রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দিলে ইউরোপ অর্থনৈতিক মন্দার কবলে পড়বে। এর ফলে রাশিয়ার গ্যাসের উপর যদি নিশেষধ আঙ্গা দেওয়া হয়, সারা ইউরোপে গ্যাস দিবে যুক্তরাষ্ট্র। রুশ জ্বালানির ওপর ইউরোপের নির্ভরতা কমাতে এখন বড় ধরনের প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট বাইডেন এক চুক্তির আওতায় এ বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নকে অতিরিক্ত ১৫০০ কোটি ঘন মিটার এলএনজি বা তরলীকৃত গ্যাস সরবরাহ করবে। ইউরোপ সফররত প্রেসিডেন্ট বাইডেন আরো বলেন, এ বছর ইউরোপে গ্যাসের সরবরাহ বাড়াতে আমেরিকা সবরকম পদক্ষেপ নেবে।

এ বছরের মধ্যে রুশ গ্যাসের ওপর নির্ভরতা দুই-তৃতীয়াংশ কমানোর টার্গেট নিয়েছে ইইউ।

http://www.anandalokfoundation.com/