13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য ‘আশার আলো

admin
March 8, 2016 4:22 pm
Link Copied!

ইউরোপে অভিবাসী সংকট নিরসনে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তুরস্কের মধ্যে। পরিকল্পনার বেশিরভাগ প্রস্তাবনায়ই উভয়পক্ষ রাজিও হয়েছে। তবে ব্রাসেলসে অনুষ্ঠিত এ বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ায় হয়নি। এরপরও ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য ‘আশার আলো’ দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা।

ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, নতুন এ পরিকল্পনায় অনিয়মিত অভিবাসন প্রত্যাশীদের যারা গ্রিসে পৌঁছাচ্ছেন, তাদেরকে তুরস্কে ফেরত পাঠানো হবে। তবে এর বিপরীতে তুরস্ক শর্ত দিয়েছে, প্রতি একজন অভিবাসন প্রত্যাশীর ফিরে যাওয়ার পরিবর্তে একজন করে সিরীয় শরণার্থীকে ইইউ ব্লকে প্রবেশ করতে দিতে হবে। সেই সঙ্গে আরো অর্থায়নের দাবিও জানিয়েছে দেশটি।

তিনি জানান, আগামী ১৭-১৮ মার্চ ইইউ-এর নির্ধারিত বৈঠক পর্যন্ত এ পরিকল্পনার ব্যাপারে তুরস্কের সঙ্গে আলোচনা চলবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউরোপ এতবড় অভিবাসী সংকটে পড়েছে। বেশিরভাগ অভিবাসন প্রত্যাশীই তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশ করছেন। সিরিয়া সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে ২৭ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে।

http://www.anandalokfoundation.com/