ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালমান লুলিয়াকে হিন্দি শেখাচ্ছেন!

admin
February 23, 2016 11:40 am
Link Copied!

বিনোদন ডেস্ক: অভিনেত্রী লুলিয়া ভাঞ্চুরের সঙ্গে সালমান খানের সম্পর্কের গুঞ্জন নতুন কিছু নয়। তবে নতুন খবর হচ্ছে, সালমানের কাছে এখন নিয়মিত হিন্দি শিখছেন লুলিয়া।

সম্প্রতি একটি হিন্দি রিয়েলিটি শো করার প্রস্তাব পেয়েছেন এই রোমানিয়ান মডেল। বি-টাউনের খবর, কথাবার্তা প্রায় পাকা। আর কয়েক দিনের মধ্যেই শুটিং শুরু হবে। তার আগে সালমান খানের কাছে নিজের হিন্দি বলাটা ভালোই রপ্ত করে নিচ্ছেন লুলিয়া। শিখছেন সঠিক উচ্চারণও। নাম প্রকাশে অনিচ্ছুক ওই রিয়ালিটি শোয়ের এক সদস্য বলেন, সালমানের কাছে হিন্দি শিখে লুলিয়ার ক্যারিয়ারে কোনো উন্নতি হবে কিনা আমরা জানি না। তবে এতে ওদের প্রেম আরও গভীর হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

বিয়ে নিয়ে গণমাধ্যমে অনবরত প্রশ্নের মুখে কয়েকদিন আগেই সালমান বলেছিলেন, প্রথম দিকে ভাবতাম আমার বিয়ের বয়স হয়নি। তারপর এক সময় বিয়ের বয়স পেরিয়ে গেল। আর এখন ভাবছি বিয়ে করব। কিন্তু পাত্রী কই?

http://www.anandalokfoundation.com/