ঢাকা
শিরোনাম

সালথায় এসএসসি ও দাখিল পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত

ঝিকরগাছার অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সালথা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আইভি স্যালাইন ও ডেঙ্গু টেষ্ট কীট দিলেন এমপি লাবু চৌধুরী

নড়াইলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর

মৎস্য খাতে ই-সার্টিফিকেশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন অধ্যায়ের সূচনা -মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

ধামইরহাটে বিশ্ব পর্যটন দিবসে শোভাবর্ধনকারী গাছের চারা বিতরণ

ধামইরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও চেয়ারম্যানের ভাই বলে কথা

admin
September 22, 2015 7:30 am
Link Copied!

আব্দুল আওয়াল ক্রাইম রিপোর্টার॥ ডাক নাম সম্ভু। সে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন চেয়ারম্যানের মাসিতো ভাই । আর এই পরিচয়কে পুজি করে দাপিয়ে বেড়াচ্ছে পুরো ইউনিয়ন। চেয়ারম্যানের ভাই হওয়ার সুবাদে তার উপরে কেউ কথা বলতে পারে না। আকচা ইউনিয়নে একটার পর একটা সমস্যা যেন লেগেই আছে। আর এখন বড় সমস্যা চেয়ারম্যানের ভাই সম্ভু। এমনি অভিযোগ সবার ।

নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগ কারীরা জানায়, ফাড়াবাড়ি হাটে এমন কোন অপকর্ম নেই যা এই সম্ভু করেনা। তার বিরুদ্ধে মোটর সাইকেল ছিনতাই মামলা সেটা আগের কথা। এখন সে রিতিমতো গাঁজার ব্যবসা করে আসছে। এই কাজ সে নিজে না করে তারই হোটেলের ভাড়াটে নবাবের বউকে দিয়ে করায়। যা গাজা বিক্রি করতে ধরা খেয়ে পুলিশের কাছে স্বীকারক্তি দেয় নবাবের বৌ। ফাড়াবাড়ি দাসপাড়া স্কুলের পেছনে সাইফুল্লার বাড়ীতে দৈনিক রাত ৯.০০ টার পর জুয়াড় আসর বসানো হয়। যার হোতা সে নিজেই। এখান থেকে সে পায় দৈনিক মোটা অংকের টাকা ।

অভিযোগকারীরা জানান, তার মেয়ে আসক্তি অনেক পুরোনো। বাজারে সে সুদের ব্যবসাও করে। অভিযোগকারীরা আরো বলেন তাকে দেখে মনে হয়না সে কত ভয়ংকর। এলাকার লোক রিতি মতো তার জ¦ালায় অতিষ্ঠ। ২/৩ দিন আগে মাত্র পাঁচ টাকার জন্য ০৭ সন্তানের জননী দক্ষিণ বঠিনা গ্রামের প্রভাতের বউ মিনতিকে মারধর করে । এ নিয়ে এলাকার চেয়ারম্যান সালিসে বসার দিন নির্ধারন করলেও পরে ব্যক্তিগত সমস্যার অজুহাত দেখিয়ে তিনি আর সালিস বৈঠকে উপস্থিত হননি।

এ ব্যাপারে জেলা হরিজন সম্প্রদায়ের সভাপতি সুকুমার এর সাথে কথা বললে তিনি বলেন আমাদের সম্প্রদায়ের এক মহিলার গায়ে চেয়ারম্যানের ভাই সম্ভু হাত তোলে ও অকথ্য ভাসায় গালিগালাজ করে। এ বিষয়টি সুষ্ঠ সমাধোনের জন্র চেয়ারম্যান সাহেব আমাদের সময় দিয়েও আর মিটিং এ আসেন নি। ফলে বিষয়টি অমিমাংসিত অবস্তায় রয়েছে। এদিকে এলাকার লোক তার এ সকল অপকমর্রে বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চায়।

http://www.anandalokfoundation.com/