ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার বিতরণ

Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।

মোঃ আনোয়ারুল আজিম ও আলহাজ্ব মোঃ বদর উদ্দিন বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ে বুধবার বেলা ১১ টায় শিক্ষার্থীদের শারীরিক ব্যায়ামেরে জন্য ২ টি স্টিলের দোলনা উদ্বোধন, বিদ্যালয়ের মানোন্নয়নে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ, এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়োরুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মামুনুর রশিদ, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হোসেন টিপুসহ প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ শাহ-আলম।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও পুষ্টিকর খাবার বিতরণ করেন। একই সাথে শিক্ষার্থীদের শরীর চর্চার জন্য বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত দুইটি স্টিলের দোলনার উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ আনোয়ারুল আজিম আনার বলেন, আমাদের সমাজে প্রতিবন্ধীরা আমাদেরই আপনজন। তাদের মধ্যে লুকায়িত প্রতিভা বিকশিত করার সুযোগ তৈরি করে দিলে সমাজ উন্নয়নে তারাও ভূমিকা রাখতে পারবে। সরকার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে। অচিরেই প্রতিবন্ধীদের শিক্ষার সুযোগ তৈরি করা এই প্রতিষ্ঠানটি সরকারি সুযোগ-সুবিধা আওতায় আসবে বলে আমি মনে করি। তাই ধৈর্য ধরে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

http://www.anandalokfoundation.com/