× Banner
সর্বশেষ
পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে পাকিস্তানের উপর ইসরায়েলের দূরত্ব বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে জেনারেল হাসপাতাললে ৭ দালালকে কারাদন্ড বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সুখবর দিলো সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য শারদীয় দুর্গাপূজার সূচনায় মহালয়া আজ আজ ২১ সেপ্টেম্বর রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ সেপ্টেম্বর রবিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

এনআরসি না তুললে ভারতের অলিতে গলিতে রক্তের বন্যা বইয়ে দেব -তৌকির খান

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ ভারত সরকার যদি নাগরিকতা সংশোধন আইন রদ না করে, তাহলে ভারতের অলিতে গলিতে রক্তের বন্যা বইয়ে দেব বলে হুঁশিয়ারি উচ্চারন করে তিনি। সে আরো জানায় প্রথম গুলি নিজের বুকে খেতে  সে তৈরি।

উত্তর প্রদেশের (Uttar Pradesh) বেরেলি ইত্তেহাদ মিল্লত কাউন্সিল (IMC) এর প্রধান মৌলানা তৌকির রাজা খান (Tauqeer Raza Khan) শুক্রবার হুঁশিয়ারি দিয়েছেন যে, সরকার যদি নাগরিকতা সংশোধন আইন রদ না করে, তাহলে ভারতের গলিতে রক্ত বইবে। মুসলিমরা যদি ইজ্জতের সাথে জীবন যাপন করতে চায়, তাহলে তাঁদের বলিদান দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। সে আরো জানায় প্রথম গুলি নিজের বুকে খেতে  সে তৈরি।  সিভিল লাইন্স নৌমহলা মসজিদে বিক্ষোভ প্রদর্শনের সময় তিনি মুসলিমদের এক হয়ে এই আইনের বিরুদ্ধে গর্জে উঠতে বলেন।

শুক্রবার জুম্মার নামাজের পর উত্তর প্রদেশের বেরেলি শহরের বাইরে অনেক এলাকাতেই মুসলিমরা বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়াও মুসলিম বহুল এলাকা গুলোতে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল। নাগরিকতা সংশোধন আইনের বিরোধিতায় বৃষ্টির মধ্যেও আইএমসি, মুসলিম সমাজ আর তাঞ্জিম উলমা ইসলাম সমেত বেশ কয়েকটি মুসলিম সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ করে। জমিয়ত উলেমা হিন্দ আর সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন আলাদা করে বিক্ষোভ প্রদর্শন করে।

নৌমহলা মসজিদের গেটের বাইরে প্রদর্শনের সময় আইএমসি প্রধান তৌকির রাজা মুসলিমদের একজোট হয়ে নাগরিকতা সংশোধন আইনের গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করতে বলেন। উনি বলেন, মুসলিমরা আদালতে যাবে রাষ্ট্রপতির কাছে আবেদন করবে, সরকারকে এই আইন তুলে নিতেই হবে। নাহলে ভারতের অলিতে গলিতে রক্তের বন্যা বইবে।


এ ক্যটাগরির আরো খবর..