13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে সরকারী খাল দখল করে ভবন নির্মাণ

Link Copied!

বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় সরকারী খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। খাল দখলের সত্যতা পাওয়ায় সরেজমিন পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, কিরন নামের এক ইতালী প্রবাসী টরকী বন্দর সংলগ্ন নীলখোলা সরকারী খাল দখল করে ভবন নির্মান কাজ চালিয়ে আসছে। পুরো খাল বন্ধ করে ভবন নির্মান করায় বর্ষার মৌসুমে জলাবদ্ধতার আশংকা করছেন স্থানীয়রা। সরকারী খাল দখলে অভিযোগ অস্বীকার করে ভবন নির্মানের সাথে জড়িত প্রবাসী কিরনের আত্মীয় শামীম ঘরামী জানান, তাদের ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, খবরপেয়ে ঘটনাস্থলে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে খাল দখলের সত্যতা পাওয়া গেছে। তিনি আরও জানান, খালের মধ্যে থেকে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও কাজ চলমান রাখলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

http://www.anandalokfoundation.com/