13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রেলওয়ে জনগণের আস্থার বাহনে পরিণত হয়েছে -রেলপথ মন্ত্রী

admin
January 26, 2019 8:48 pm
Link Copied!

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, এক সময়ের অবহেলিত বাংলাদেশ রেলওয়ে আজ জনগণের আস্থায় পরিণত হয়েছে। নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী বাহন হিসেবে মানুষ রেলওয়েকে তাদের প্রথম পছন্দ হিসেবে গ্রহণ করছে।

রেলপথ মন্ত্রী আজ নীলফামারী রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন।

রেলপথ মন্ত্রী বলেন, সরকার রেলওয়েকে গুরুত্ব দিয়ে এর সেবাকে জনগণের কাছাকাছি নেওয়ার চেষ্টা করছে। নীলফামারীসহ বিভিন্ন পয়েন্টে উত্তরাঞ্চলের সাথে ভারতের রেলওয়ে যোগাযোগ স্থাপন করা হবে। পর্যায়ক্রমে ভুটান, নেপালের সাথেও রেলওয়ে যোগাযোগ স্থাপিত হবে। ফলে দেশগুলোর মধ্যে যাতায়াতসহ পণ্য আমদানি রপ্তানি সহজ হবে।

মন্ত্রী আরো বলেন, রেলের উন্নয়নে নতুন অনেক প্রকল্প নেওয়া হয়েছে এবং হচ্ছে। আমরা এখন হাইস্পিড ট্রেন নির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। টিকেট কালোবাজারি রোধে এনআইডি নম্বর ব্যবহার করা হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) সৈয়দ শহিদুল হক ও প্রধান প্রকৌশলী (পশ্চিম) মোঃ আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/