13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মানবধিকার কর্মীর কন্যাকে যৌতুকের জন্য গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা।

admin
May 3, 2016 1:08 pm
Link Copied!

মানিকগঞ্জে ঘিওর থানায় তেরশ্রী গ্রামে আলপনা রানী নামে এক গৃহবধূকে দিন রাত যৌতুকের জন্য নির্যাতন চালাত তার শ্বশুর বাড়ীর লোকজন।

আলপনা রানীর পিতা নিমাই সরকার একজন মানবধিকার কর্মী। আলপনা রাণীর ননদের জামাই আশা ব্যাংকের কর্মকর্তা দিপংকর ঘোষ এই সকল অপরাধের মূল হোতা। আলপনা রানী কে নির্যাতনের জন্য দিপংকর ঘোষ প্রতিদিন নানা ভাবে প্ররোচনা দিয়ে আসতো।

সেই প্ররোচনার প্ররোচিত হয়ে আলপনার স্বামী- তাপস রায়, শ্বশুর সুবল রায় শ্বাশুড়ী কল্পনা রানী , ননদ ও ননদের জামাই দিপংকর ঘোষসহ সবাই মিলে নির্যাচন করত। কিছুদিন আগে আলপনা রানী কে তার শ্বাশুরী ও বিধবা এক ননদ আপু রায় মিলে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করে।

এতে করে আলপনা রানী তার শ্বশুর বাড়ী ছেড়ে বাপরের বাড়ী দৌলতপুর থানায় রৌহা গ্রামে আশ্রয় নিয়েছে। কিন্তু এখনো দীপংকর ঘোষ আলপনা রাণীকে ফোনে হুমকি দিয়ে আসছে। এছাড়াও জানা যায় যে আলপনা রাণীর স্বামী তাপস রায় একজন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ের সাথে জড়িত।

 

http://www.anandalokfoundation.com/