13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারত সরকারের উপহারের তৃতীয় চালানের ৪০ টি এ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে প্রবেশ করেছে

Rai Kishori
August 26, 2021 2:21 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি গত মার্চ মাসে  বাংলাদেশ সফরে এসে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট ১০৯ টি  অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন।
ওই ঘোষনা অনুযায়ী  উপহারের তৃতীয়  চালানের ৪০টি অ্যাম্বুলেন্স আজ ২৬শে আগস্ট বৃহস্পতিবার সকাল  ১০ টার সময় বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ভারতীয় হাইকমিশন জানায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৪০টি অ্যাম্বুলেন্স আজ এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত  পর্যায়ক্রমে পৌঁছাবে।
এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে। দ্বিতীয় চালান আসে ৬ আগষ্ট। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভারত সরকারের উপহার দেওয়া ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দর এসেছে বৃহস্পতিবার সকালে।খুব তাড়াতাড়ি কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করা হবে।সিঅ্যান্ডএফ উত্তরা মটর এর  প্রতিনিধি মেহেদী হাসান জানান, ভারত সরকারের উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স এর কাগজপত্র কাস্টমসে দেওয়া হয়েছে।
বেনাপোল বন্দরের সহকারী উপপরিচালক আতিকুল রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ভারত সরকারের উপহারের ৪০ টি  অ্যাম্বুলেন্স বন্দরে রাখা হয়েছে। খুব দ্রুত ঢাকায় পাঠানোর জন্য বন্দর ও কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষ করা হবে।
http://www.anandalokfoundation.com/