চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ তীব্র শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন জেলা প্রশাসন।
গত কয়েক দিনের ধারাবাহিকতায় রোববার রাতেও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ শহরতলীর দৌলতদিয়া গ্রামে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় তিনি দুস্থ ও অসহায় মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন।
শীত বাড়ার সাথে সাথে গত ১৫ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন জেলা প্রশাসন। ইতোমধ্যে ২০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ জানান, জেলার শীতার্ত মানুষদের দূর্ভোগ লাঘবে সব সময় জেলা প্রশাসন পাশে আছে। তিনি সরকারী সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।