14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখ এবার আলাউদ্দিন খিলজির চরিত্রে!

admin
August 17, 2016 12:02 pm
Link Copied!

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের নাম জড়াল  এবার ‘পদ্মাবতী’র সঙ্গে। এতদিন শোনা যাচ্ছিল ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে।

কিন্তু বলিউডের নতুন গুঞ্জন, এই চরিত্রের জন্য এবার শাহরুখ খানের সঙ্গে কথা বলছেন বনশালি। তা হলে কি ছবি থেকে বাদ পড়ছেন রণবীর! ছবিতে পদ্মাবতীর চরিত্রে দীপিকার অভিনয়ের বিষয়টি নিশ্চিত হলেও আলাউদ্দিন খিলজির চরিত্রে কে অভিনয় করছেন তা নিয়ে চলছে নানা জল্পনা।

পদ্মাবতীর স্বামী চিত্তরের রাজা রাওয়াল রতন সিংহের চরিত্রের কাস্টিং নিয়েও বেশ সমস্যায় পড়েছেন ছবির পরিচালক।

পদ্মাবতীর স্বামী চিত্তরের রাজার ভূমিকায় যিনি থাকবেন তার সঙ্গেই বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার কথা ‘পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোনের। তাই স্বাভাবিক ভাবেই সেই চরিত্রে এমন কাউকে তিনি চাইছেন, যার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় করার ক্ষেত্রে সমস্যা হবে না।

তাই চিত্তরের রাজার চরিত্র থেকে আগেই সরে দাঁড়িয়েছেন এ চরিত্রে পরিচালকের প্রথম বাছাই ভিকি কৌশল। ভিকির জায়গায় ওই চরিত্রে শোনা যাচ্ছিল শাহিদ কাপূরের নাম।

বি-টাউনের নতুন গুঞ্জন অনুযায়ী, এবার হয়তো চিত্তরের রাজা রাওয়াল রতন সিংহের চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে। এর ফলে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আর কোনও সমস্যাই থাকবে না ‘পদ্মাবতী’র।

অন্যদিকে, শাহরুখের সঙ্গে এর আগে তিন তিনটি ছবিতে কাজ করেছেন দীপিকা। বলিউড বাদশার সঙ্গে তার অনস্ক্রিন কেমেস্ট্রিও বেশ ভাল। তাছাড়া আলাউদ্দিন খিলজির মতো একটা চরিত্রে শাহরুখের মতো অভিনেতাকে পাওয়াটাও একটা বাড়তি পাওনা।

তাই খবর যদি সত্যি হয়, সঞ্জয়লীলা বনশালির এই উদ্যোগ সফল হলে ‘পদ্মাবতী’ ছবির সাফল্য নিশ্চিত করবে বলিউডের সেরা তিন তুরুপের তাস। এক. রণবীর-দীপিকার জুটি, দুই. ছবিতে মুখ্য চরিত্রে শাহরুখ খানের উপস্থিতি, তিন. সঞ্জয়লীলা বনশালির নির্দেশনা।

http://www.anandalokfoundation.com/