নিজস্ব প্রতিবেদক(২১ জানুয়ারি, ২০১৮)ঃ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনে করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এসময় বিশ্ব উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য ভোর থেকে টঙ্গির ইজতেমামুখী ছিল মুসল্লিরা। ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনের পাশাপাশি পায়ে হেঁটেও লোকজন এসেছেন ইজতেমাস্থলে।
প্রায় ৯৭ দেশের কয়েক হাজার মুসল্লি ও রাজধানী ঢাকাসহ ১৬ জেলার মুসল্লিদের অংশগ্রহণে শুক্রবার থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বের আখেরি মোনাজাতও বাংলায় অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জোবায়ের।
আখেরী মোনাজাতের কারণে পুরো এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করে জেলা পুলিশ। ইজতেমা ময়দান ঘিরে এবারো নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা ছিল। এদিকে মোনাজাত উপলক্ষ্যে গাজীপুর ও টঙ্গির কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে।