ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

admin
October 3, 2015 11:35 pm
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুরঃ প্রধান মন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দি আর্থ ও আইসিটি অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় আনন্দ মিছিল করেছে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ।

শনিবার দুপুরের সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলামের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন।

আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরত-ই খোদা রুবেল, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলালউদ্দিন লাভলু, কলেজ ছাত্রলীগের সহসভাপতি সাগর আহমেদ, যুগ্ম সম্পাদক তারিক, জেলা ছাত্রলীগের সহসভাপতি জসিম, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াকুব প্রমুখ অংশ গ্রহন করেন। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

http://www.anandalokfoundation.com/