মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি থেকে মেহেরপুর থানা পুলিশ আজ বৃহস্পতিবার সকালে ২১ লক্ষ টাকা মূল্যের ৭’শ ৩৯ পিচ ভারতীয় শাড়ী উদ্ধার করেছে ।
মেহেরপুর সদর থানার অফিসার্স ইনচার্জ আহসান হাবীব জানান, সীমান্ত থেকে ভারতীয় শাড়ী পাচার হয়ে শহরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল হক ও এ টি এস আই আনছার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ আমঝুপি জোয়ার্দ্দার পাড়ায় অভিযান চালায়। এ সময় ট্রাকে করে ভারতীয় শাড়ীগুলো নিয়ে আসার সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের ড্রাইভার ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যায়। এ সময় ট্রাক থেকে ২১ লক্ষ টাকা মূল্যের ৭’শ ৩৯ পিচ ভারতীয় শাড়ী উদ্ধার করে পুলিশ।