ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে গোলাপগঞ্জের হেতিমগঞ্জে মানববন্ধন

admin
November 29, 2016 9:17 pm
Link Copied!

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা, গণহত্যা ও নির্মম নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার গোলাপগঞ্জের হেতিমগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকাল ৪ টায় হেতিমগঞ্জ চৌমুহনী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান। কায়ছার মাহমুদ আকবরীর পরিচালনায় বক্তব্য রাখেন মাও. শায়খ আব্দুল হক আলহাজ্ব খলিলুর রহমান খলকু, আলহাজ্ব নজরুল হোসেন, মুফতি আবুল কালাম, সৈয়দ আবুল মনসুর, মাও. নাজমুল হক, মাও. মিছবাহ উজ্জামান, মাও. মনজুর আহমদ, মাও. সুয়াইব আহমদ মারুফ, মাও. ওলী আহমদ, মাও. ছাইদ আহমদ, মাও. ফাহিম আহমদ, মাও. লোকমান আহমদ ও মাও. রফিক আহমদ প্রমুখ। সমাবেশের আগে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উদ্দ্যেগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে মানববন্ধনে অংশ নেয়।সমাবেশে বক্তারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম নির্যাতন, নৃশংস গণহত্যা, ধর্ষণ, লোটপাট ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানান।
http://www.anandalokfoundation.com/