মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী মধ্যপাড়ায় জাহিদ শেখের বাড়ি থেকে আজ বৃহস্পতিবার বিকালে ২০ কেজি গাজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়িতে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় ।
মাগুরা ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টার দিকে নিজনান্দুয়ালী মধ্যপাড়ায় জাহিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ কেজি গাজা উদ্ধার হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় মাগুরা সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।