মধুখালী প্রতিনিধি: রবিবার দিবাগত রাত ১২:০১মিনিটে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন সুচীত হয়।
উপজেলা প্রশাসনের পরপরই মধুখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে সকল রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন। সংগঠনগুলোর মধ্যে ছিল উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, উপজেলা জাতীয় পার্টি, মহিলা পরিষদ, মধুখালী পৌরসভা, উপজেলা ছাত্রলীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, উপজেলা ছাত্রদল, উপজেলা যুবদল, উপজেলা কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, প্রেসক্লাব মধুখালী, মধুখালী প্রেসক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, সেক্টর কমার্স ফোরাম, শহীদ ওহিদ স্মৃতি সংসদ, বেঙ্গল ক্লাব, টাইগার্স ক্লাব। সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রভাতফেরী, কেন্দ্রীয় শহীদ মিনারে ছোটদের ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও উপজেলা সবর্ত্র নিজ নিজ প্রতিষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।