স্পোর্টস ডেস্কঃ ফুটবলের স্বার্থে এতদিন কারা কাজ করেছে তা নির্বাচনের ফলাফলেই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়।
এদিকে, ফুটবলের উন্নয়নের জন্য সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাঁচাও ফুটবল প্যানেল থেকে জয়ী সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ আসলাম। দুই একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে নির্বাচিত নতুন কমিটি।
অনেক জল্পনা কল্পনা, আলোচনা ও সমালোচনা শেষে টানা তৃতীয়বারের মতো আবারো বাংলাদেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ।
যেখানে প্রতিপক্ষ বাঁচাও ফুটবল প্যানেলের প্রার্থীর সাথে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাদল রায়। তাই নির্বাচনে জয়ের পর, ফেডারেশনে আসতেই সমর্থকদের ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন এই অভিজ্ঞ ক্রীড়া সংগঠক। তৃতীয়বারের মতো বিজয়ী হওয়ায় অসমাপ্ত কাজ সম্পন্ন করার পাশাপাশি, নির্বাচনী ইশতেহারে দেয়া নতুন প্রতিশ্রুতি গুলো পূরণ করা হবে বলে জানালেন তিনি। পাশাপাশি, পরাজিত প্যানেলের সবাইকে এক সাথে কাজ করারও আহবান জানিয়েছেন এই সহ-সভাপতি।
বাদল রায় বলেন, ‘এই জয়কে সবাই মেনে নিয়ে সুন্দরভাবে কাজ করবে বলে আমি আশা রাখি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমরা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
অন্যদিকে, গত নির্বাচনে সালাউদ্দিন প্যানেল থেকে নির্বাচনে জয়ী হলেও এবার বাঁচাও ফুটবল পরিষদ থেকে সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। তবে এবার ভিন্ন প্যানেল থেকে নির্বাচিত হলেও ফুটবলের স্বার্থে একসাথে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন এই সাবেক ফুটবলার।
শেখ মোহাম্মদ আসলাম বলেন, ‘নির্বাচন শেষ হয়ে গেছে। আমি মনে করি সবকিছুই শেষ হয়ে গেছে। ভোটাররা তাদের ইচ্ছে অনুযায়ী কমিটিকে নির্বাচিত করেছেন। আমি মনে করি ফুটবলেরই জয় হয়েছে। আমি আরো আশা করি, তারা যে ইশতেহার ঘোষণা করেছে সেটা সারাদেশে বাস্তবায়ন করা হবে।’
এদিকে, আগামী দুই-একদিনের মধ্যেই ফেডারেশনের দায়িত্ব গ্রহণের দিনক্ষণ জানাবে নির্বাচিত প্যানেল।