বঙ্গবন্ধুর ছবিযুক্ত ১০০টি ডাক টিকেট অবমুক্ত ও টিকেট সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী।
আজ ১৪ আগস্ট শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষেএ আয়োজন।
গণভবন থেকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ছবিযুক্ত ১০০টি ডাক টিকেট সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচনের পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার প্রধানমন্ত্রীর হাতে বইয়ের কপি তুলে দেন।