ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে গণধর্ষণ

admin
September 2, 2015 7:47 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ রাজধানীতে পুলিশ এবং সাংবাদিক পরিচয় দিয়ে বাসায় ঢুকে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে ভূক্তভোগী গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়েছে।

ভূক্তভোগীর খালা সেলিনা বেগম জানিয়েছেন, তিনি রাজধানীর ঢালকানগর, গেন্ডারিয়া এলাকায় ৪ তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। পাঁচদিন আগে মুন্সিগঞ্জ থেকে তার ভাগনি বেড়াতে আসেন।  শনিবার সন্ধ্যায় তিনি বাইরে গেলে চার যুবক পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে প্রবেশ করেন এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করেন।

তিনি আরো জানান, এলাকার ওই যুবকদের নাম না জানলেও তাদের চেহারায় চেনেন। এ ঘটনার পর তারা বিভিন্ন সময় হুমকি আসছে। বলা হচ্ছে, ঘটনা প্রকাশ হলে তাদের মেরে ফেলা হবে। তাই ভয়ে কাউকে কিছু জানাননি। কিন্তু বিষয়টা ভাগনি জামাই জানার পর আজ (বুধবার) তাকে ঢামেকে নিয়ে আসেন। এক বছর আগে তার ভাগনির এক রিকশা চালকের সাথে বিয়ে হয় বলেও জানান সেলিনা বেগম।

http://www.anandalokfoundation.com/