ডাসার প্রতিনিধি : মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। জমি খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে দিনের পর দিন হয়রানির সাথে গুনতে হচ্ছে মোটা অংকের টাকা।
বর্তমান ইউনিয়ন ভুমি সহকারী কর্মকতা পল্লব সন্ন্যাসী যোগদানের পর থেকেই অনিয়ম চলে আসছে।রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।পদে পদে বাড়তি টাকা না দিলে কোনো সেবাই মিলছে না নবগ্রাম ইউনিয়ন তহসিল অফিসে।জমি খারিজ ও প্রয়োজনীয় কাগজপত্র নিতে দিনের পর দিন হয়রানির সাথে রয়েছে নানা ভোগান্তি।
অনুসন্ধানে জানাযায় যে, চিত্ররঞ্জন ঘটকের ব্যক্তি মালিকানার যায়গায় গাছ কাটার সময় বাঁধা প্রধান করেন নবগ্রাম ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা পল্লব। এসময় সরকারি খাস জমির কথা বলে ভয়ভীতি প্রদর্শন করে, তাদের কাছে ১০ হাজার টাকা দাবী করে বসে।পরে ৫ হাজার টাকা নিয়ে চলে আসে। ভুক্তভোগীদের অভিযোগ বাড়তি টাকার জন্য মিউটিশন পর্চা আটকে রাখছে। একাধিক ব্যক্তি অভিযোগ করেন জমির পর্চা তুলতে সরকারি ফি থেকেও অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।শুধুই তাই নয় এছাড়াও রয়েছে নানা ভোগান্তি।বাড়তি টাকা না দিলে নানা অজুহাতে আটকে রাখা হয় কাগজপত্র।
নবগ্রাম ইউনিয়নের বিশ্বনাথ মল্লিক জানান জমির মিউটেশন পর্চা তুলতে গেলে ৬,০০০টাকা দাবি করেন,৫০০টাকা কম দিতে চাইলে একটাকাও কম না নেওয়ার কথা বলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা পল্লব সন্ন্যাসী ।অতিরিক্ত টাকা পরিশোধ করতে ব্যার্থ হওয়ায় তার সাথে দূরব্যবহার করেন এই কর্মকর্তা। এভাবেই অবৈধভাবে টাকা নিয়ে জমির খাজনা খারিজ,পর্চা,মিউটেশন করছেন নবগ্রাম ইউনিয়ন এই ভূমি কর্মকর্তা পল্লব সন্ন্যাসী ।কেউ টাকা দিতে না পারলে জমি খারিজের কাগজপত্র নেন না তিনি।বাড়তি ছাড়া কাজ হয়না এই অফিসে।সরাসরি বা দালালের মাধ্যমে মোটা অংকের টাকা দিলেই মিলে নামজারী পর্চা।অন্যথায় ভাগ্যে জোটে হয়রানী।
নবগ্রাম ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা পল্লব সন্ন্যাসীর কাছে জানতে চাইলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর তঞ্চঙ্গ্যার কাছে জানতে চাইলে তিনি জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।