ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জমি অধিগ্রহনের প্রতিবাদে মুজিবনগর এলাকাবাসীর মানববন্ধন

Ovi Pandey
March 17, 2020 8:22 am
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর স্মৃতি সৌধের পশ্চিম ও পূর্ব পাশের জমি অধিগ্রহনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুজিবনগর এলাকাবাসী।

গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় এর সামনের সড়কে শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচী পালন করে। মাববন্ধনে ভূক্তভোগীরা বলনে, সরকার মুজিবনগর কমপ্লেক্সের পাশে প্রায় ৫০ একর জমি অধিগ্রহনের সিদ্ধান্ত নিয়েছে। যেখানে প্রায় ১৫০টি পরিবারের বস বাস করে। এ জমি অধিগ্রহনের ফলে তারা গৃহহীন হয়ে পড়বে এবং ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হবেন তারা। জমি অধিগ্রহন না করার দাবী তাদের।

ভূক্তভোগীরা আরও বলনে, ভবরপাড়া মৌজার মুজিবনগর স্মৃতিসৌধের ১ নম্বর গেটে পশ্চিম ও পূর্ব উভয় পাশে বস বাসরত জনসাধারণের জমি অধিগ্রহণ করা হয়েছে। গত ১৪ ই মার্চ ২০১৯ তারিখে হঠাৎ করে আমাদের ঘর-বাড়ি সহ জমি জায়গা অধিগ্রহণ করার জন্য সার্বিয়ার করতে আসেন এবং মাপ যোগ করে নিয়ে যান। কয়েকদিনের মধ্যে অধিগ্রহণ সংক্রান্ত নোটিশ আসবে বলে অবগতি করেন কর্তৃপক্ষ।

আমাদের ঘরবাড়ি জমি-জায়গা হারিয়ে কোথায় যাবো কোথায় থাকবো এই নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গরীব মানুষের জন্য ঘরবাড়ি নির্মাণ করে দিচ্ছেন ঠিক তখন আমাদের ঘরবাড়ি জমি-জায়গা হারাতে হচ্ছে। আমাদের একটাই দাবি আমাদের বসত বাড়ি জমি-জায়গা অধিগ্রহণ না করার জন্য প্রধানমন্ত্রীর নিকট বিনীত ভাবে অনুরোধ করছি। এসময় মানববন্ধনে অংশগ্রহনকারী অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিহাব উদ্দিন,বিমান মল্লিক, ইসার উদ্দিন, শিরিনা আক্তার, নাজমা আক্তার প্রমুখ।

মানববন্ধন শেষে মুজিবনগর এলাকার গ্রামবাসীরা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন। এদিকে আরডিসি ডাঃ মিনহাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর প্রæতিশ্রæতিতে যে এক হাজার কোটি টাকা বরাদ্দ সেই লক্ষে সরকারী পরিপত্রে জমি অধিগ্রহনের কথা বলা হয়েছে। সেই অনুযায়ী মাপ-যোগ চলছে। জমির সম্ভাব্য মূল্য যাচাই বাছায় করা হবে। সরকারি নিয়ম মেনেই জমি অধিগ্রহন করা হবে বলেও তিনি জানান।

http://www.anandalokfoundation.com/