চট্টগ্রাম প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের অানোয়ারা উপজেলার ৭নং অানোয়ারা (সদর) ইউনিয়নের ২ নং বোয়ালগাঁও গ্রামে গত বুধবার (২৬ জুলাই) সকাল ৮ টায় স্থানীয় সম্ভু মেম্বারের বাড়ির উত্তর পাশ্বে বারখাইন শাখার ৫১ নং কেন্দ্রে ঋণ পরিশোধ করতে না পারায় রিবু দত্ত, স্বামী কাজল দত্ত ঋণী বই নং ৭৬৩৯ কে ধাক্কা মেরে মাটিতে পেলে দেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন মোঃ ফারুক নামের গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মী।
জানা যায়, মাঠকর্মী মোঃ ফারুক সাপ্তাহিক ঋণের নিয়মিত কিস্তি কেন্দ্রে তুলতে গেলে ঋণ গ্রহীতা রিবু দত্ত তার স্বামীর অনুপস্থিতি(ঢাকা থাকার)ও অভাবের কথা হাতজোড় করে জানানোর সাথে সাথেই ক্ষিপ্ত হয়ো ধাক্কা মারেন বলে স্থানীয়রা জানান। এতে রিবু দত্ত স্থানীয় সদস্যসহ, হিন্দু মহাজোট, মহোৎসব কমিঠিসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের অভিযোগ করেন।
উক্ত অভিযোগের ভিত্তিতে আজ বুধবার(২ আগষ্ট) সকালে সদস্য উত্তম দত্ত, সাবেক সদস্য নির্মল দে, গ্রাম পুলিশ কাঞ্ছন সেন, উজ্জল দত্ত, ত্রিদীপ দত্ত(এ্যাপোলো) ও ব্যাংকের ম্যানেজার সরওয়ার মোর্শেদ (৪৫৮০১) সহ এক বৈটক হয়। বৈটকের শুরুতে স্থানীয় এক কুচক্রীমহল ও ব্যাংকের ম্যানেজার–মাঠকর্মী ফারুক ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বলে ধামাছাপার চেষ্টা করলেও এক পর্যায়ে ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে তিনি রেগে মারেনি। তাহলে কিভাবে মারছেন এই প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যম কর্মীদেরকে কোন উত্তর দেননি এবং ব্যাংকের ম্যানেজার সাংবাদিকদের ক্যামেরা চালাতে দেয়নি।
এই ঘটনার বৈটকে ম্যানেজারকে আরেকটি নির্দিষ্ট বৈটকের সুযোগ দেন বর্তমান সদস্য উত্তম দে অন্যথায় মাঠকর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে গণমাধ্যমকে জানান।