কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ হিন্দু ধর্মালম্বীদের সব চাইতে বড় উৎসব শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বুধবার বিকালে বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রীর ভাগিনা ও উপজেলার ডাসার ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সৈয়দ কামরুজ্জামান ইউনিয়নের ১৩টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
তিনি পুজা মন্ডপ পরদির্শন সময় বলেন পুজা সকল বঙ্গালির প্রানের উৎসব। ডাসারের সকল হিন্দু ধর্মালম্বী মানুষ আজ শান্তিতে পুজা পালন করছেন, কোন বাধা নেই। আ”লীগ আপনাদের পাশে সুখে দুখে ছিল এবং আশা করি আগামীতেও থাকবে। এতে দর্শনা উচ্চ বিদ্যালয় স্বার্বজনীন শ্রীশ্রী দূর্গা মন্দির কমিটির সভাপতি শ্রীকান্ত স্যারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডাসারের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ কামরুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি জনাব মাসুদ খন্ধকারসহ আ’লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও আ’অংঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।