ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগের উপদেষ্টামণ্ডলীতে স্থান পেলেন মুকুল বোস

admin
January 31, 2017 12:28 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হয়েছেন মুকুল বোস। দলটির ২০তম জাতীয় সম্মেলনে প্রদত্ত ক্ষমতাবলে দলের সভাপতি শেখ হাসিনা তাঁকে এ পদে মনোনীত করেন।

দলটির উপদপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১০ জানুয়ারি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোসকে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করে আওয়ামী লীগ।

সেই সময় অনুভূতি জানতে চাইলে মুকুল বোস বলেন, ‘আমাকে সদস্য মনোনীত করায় আমি দলের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

২০০৭ সালে সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিতি পাওয়া মুকুল বোস ২০০৯ সালের সম্মেলনে দল থেকে বাদ পড়েন। সর্বশেষ ২০১৬ সালে দলের ২০তম সম্মেলনের প্রায় আড়াই মাস পর তাঁকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করেন সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ৮১ জন। এর মধ্যে উপদেষ্টামণ্ডলীর সদস্য ৪১ জন।

http://www.anandalokfoundation.com/