× Banner
সর্বশেষ
ভারতের পশ্চিমবঙ্গের মণ্ডপে অসুর রূপে ড: ইউনুস ক্যালিফোর্নিয়া টিভিতে (CA TV) শারদীয় দুর্গাপূজার আড্ডা গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব

অভিনব পদ্ধতিতে লোক ঠকিয়ে ভিক্ষা, ভিক্ষুক থেকে কোটিপতি!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

ছবির আহমেদ আবিরঃ রাজু রাজধানীর রাজ পথে হাটুতে ভরদিয়ে বিকলঙ্গের মত হাটাচলা করে। আবার কখনও তাকে দেখা যায় ঘারের উপর পা দিয়ে পথচারীর কাছে পৌঁছতে। সাধারণ মানুষের সহানুভূতিই তার প্রধান লক্ষ্য। আর এসব কিছুই কেবলমাত্র তার লোক ঠকানোর উপায়।

রাজু রাজধানীর রাজ পথে এভাবে বিভিন্ন উপায়ে লোক ঠকিয়ে ভিক্ষাকরে বেড়ায়। রাজুর মুখেই শোনা যায় সে কিভাবে এসব লোক ঠকানোর উপায় শিখেছে। সে চিকিৎসার জন্য ইন্ডিয়া গিয়েছিল, আর সেখান থেকেই এসব লোকঠকানোর উপায় শিখেছে। শুধুমাত্র বাংলাদেশে নয়, ইন্ডিয়াতেও এভাবে লোকঠকিয়ে ভিক্ষাকরে বেড়ায় সে। ইন্ডিয়াতে প্রতিবন্ধী তালিকাতেও তার নাম রয়েছে এবং এভাবে ছলোনা করে সে প্রতিবন্ধী ভাতা আদায় করে। ইন্ডিয়ার কলিকাতা, মাদ্রাজ, বেঙ্গালোরু, নিউদিল্লী, বোম্বে শহরসহ বিভিন্ন শহর এর রাস্তাঘাট, হাওড়া রেলওয়ে স্টেশন সহ অন্যান্য স্টেশনএও লোকঠকিয়ে ভিক্ষাকরে বেড়ায় সে। এভাবে লোকঠকিয়ে ভিক্ষাকরে সে মাসিক প্রায় ৪০-৫০ হাজার টাকা আয় করে।

 


এ ক্যটাগরির আরো খবর..