13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

উৎপাদনে যাচ্ছে শাহজালাল সার কারখানা

admin
January 28, 2016 12:56 pm
Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক: জুলাই মাসে সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত নতুন শাহজালাল সার কারখানা উৎপাদনে যাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের ৫ম কার্যদিবসে সরকার দলীয় সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শিল্পমন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত নতুন শাহজালাল সার কারখানা উৎপাদনে যাচ্ছে। এ কারখানায় দৈনিক এক হাজার ৭৬০ মেট্রিক টন গ্রানুলার ইউরিয়া সার উৎপাদিত হবে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে সব ধরনের জুতার চাহিদা ২৫ কোটি জোড়া। উৎপাদিত হচ্ছে ২০ কোটি জোড়া। চাহিদা ও উৎপাদনের পার্থক্য হলো ৫ কোটি জোড়া। দেশে উৎপাদিত জুতার চাহিদা মেটানো যাচ্ছে না।

http://www.anandalokfoundation.com/