মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০১:১৪ অপরাহ্ন
একজন গৃহবধূ কিভাবে নিজের কাজের পাশাপাশি পুরো পরিবার সুরক্ষায় ভূমিকা রাখতে পারে এ বিষয়ে “পরিবার সুরক্ষায় গৃহবধূর ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩০ মার্চ মঙ্গলবার বরিশালের আগৈলঝাড়া থানাধীন পশ্চিম গোয়াইলে আনন্দলোক এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে।
আনন্দলোক এর চেয়ারম্যান যোগী পিকেবি প্রকাশ(প্রমিথিয়াস চৌধুরী) বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান আনন্দলোকের ট্যাগ লাইন “আনন্দলোকে আনন্দে জীবন”।
আনন্দলোক ফাউন্ডেশন সরকারি অনুমোদিত একটি সংস্থা যার আন্ডারে আনন্দম ইনস্টিটিউট অফ যোগ, আনন্দম ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, সংবাদ মাধ্যম দ্যা নিউজ, মানবাধিকার, কর্মসংস্থানসহ বিভিন্ন সেবামূলক কাজ পরিচালিত হচ্ছে। আরও রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, আশ্রয়হীনের আশ্রয়, শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান, ছেলেমেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানো, দরিদ্রদের কুটির শিল্পের মাধ্যমে স্বাবলম্বী করা।
আনন্দলোকের নির্বাহী পরিচালক তৃণা রায় চৌধুরী(রাই কিশোরী) বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় আমাদের বিভিন্ন প্রজেক্ট চলছে। প্রত্যন্ত এলাকায় এই প্রথম গৃহবধূদের নিয়ে ঘরোয়া পরিবেশে সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করার সুযোগ পেলাম। আমি মনে করি একটা পরিবারের সুখ শান্তির বেশিরভাগটা বিরাজ করে গৃহবধূর উপর। পরিবারের সাপোর্টে তিনি যদি সঠিকভাবে তার গৃহ পরিচালনা করতে পারেন তাহলে সেই সংসারে স্বর্গ সুখ বিরাজ করে।
গৃহশান্তি তথা পরিবার ও সমাজ গঠনে পাশাপাশি নিজেদের সুরক্ষার জন্য শিক্ষা মূলক এই সেমিনার। এ ছাড়া আনন্দলোক সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন ক্যাটাগরীর ভিত্তিতে প্রতিবছর দুর্গা পূজায় “সেরা রমণী” পুরস্কার প্রদান করবে।
যারা আনন্দলোক এর বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করতে চান তাদের সকলকে স্বাগতম।
Leave a Reply