13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

Biswajit Shil
December 16, 2019 7:18 pm
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা: পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার প্রত্যুষে স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন পক্ষে স্থানীয় এমপি আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়ন, সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ আরাফাতুল আলম, থানার ওসি মোঃ এমদাদুল হক শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষে শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, পৌরসভার পক্ষে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের পক্ষে সাবেক এমপি আলহাজ্ব এড. শেখ মোঃ নূরুল হক ও এড. সোহরাব আলী সানা, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, বিএনপির পক্ষে ডাঃ মোঃ আব্দুল মজিদ, এড. জি এম আব্দুস সাত্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ডাঃ সুজন কুমার সরকার, পাইকগাছা কলেজের পক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরন মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের পক্ষে সভাপতি এড. এফ এম এ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও আব্দুল আজিজ, সম্পাদক এম মোসলেম উদ্দীন, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, , হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের পক্ষে জেলা সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, উপজেলা সহ-সভাপতি মনোহর চন্দ্র সানা, সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, পঞ্চানন সানা, পূজা উদযাপন পরিষদের পক্ষে উপজেলা সভাপতি সমীরণ সাধু, কৃষ্ণপদ মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, বাবুরাম মন্ডল, জগদীশ রায়, মৃতুঞ্জয় সরদার, পাইকগাছা আইনজীবি সমিতির সভাপতি এড. অজিত কুমার মন্ডল, নবনির্বাচিত সভাপতি এড. জি এম আব্দুস সাত্তার, এছাড়া পাইকগাছা চিংড়ী বিপনন সমবায় সমিতি লিঃ, উপকুল সাহিত্য পরিষদ, পাইকগাছা বনানী সংঘ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, শিবসা সাহিত্য অঙ্গনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে প্রধানগণ পুষ্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে অঅবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরল্যে ও ভাস্কার্যে পুষ্পমাল্য অর্পন করা হয়।

সকাল ৮টায় পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান, বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিকালে ক্রীড়া অনুষ্ঠান ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতৃবৃন্দ শহীদ স্মৃতি সৌধে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কার্যে পুষ্পমাল্য অর্পন করেন। পরে বেলা ১১ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আ’লীগের উপজেলা সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু।

পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, আ’লীগ নেতা বিজন বিহারী সরকার, জি এম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, গাজী শফিকুল ইসলাম, পবিত্র কুমার মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, প্রভাষক উৎপল কুমার বাইন, মাসুমা বেগম, নিরঞ্জন সরকার, আব্দুল করিম মোড়ল, এস এম শামছুর রহমান, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, প্রভাষক মশিয়ার রহমান, গৌরাঙ্গ মন্ডল, জগদীশ রায়,পরেশ মন্ডল, অখিল মন্ডল, মিজানুর রহমান মিজান, দিপংকর মন্ডল, পার্থ প্রতীম চক্রবর্তী, রমজান আলী,রায়হান পারভেজ রনি। এছাড়া দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আ’লীগের ইউনিয়ন কমিটির সভাপতি নির্মল কান্তি মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এড. সোহরাব আলী সানা। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রিপন কুমার সন্ডলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান মোড়ল, আ’লীগ নেতা এড. চিত্ত রঞ্জন সরকার, এড. শেখ আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস সানা, সুকৃতি মোহন সরকার, রাম টিকাদার, গোলাম মোর্শেদ, মোঃ সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।

http://www.anandalokfoundation.com/