13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কানে পানি গেলে কি হয়?

admin
January 28, 2016 1:08 pm
Link Copied!

স্বাস্থ্য ডেস্ক: কান পাকার মূল কারণ কানে পানি ঢোকা, এরকম অনেকেই ভাবেন। তাই চিকিৎসকের কাছে গিয়েও এই সমস্যার প্রধান কারণ হিসেবে পানি ঢোকাকে নির্দেশ করেন অনেকে। আসলেই কি কানে পানি ঢুকলে কান পাকে? আসুন জানি।

ঢাকা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর হিমু জানান, ‘কানে পানি ঢুকলে কান পাকে- এই ধারণা একেবারেই ভুল। আগে থেকে যদি কারো মধ্যকর্ণে বা কানের পর্দায় ফুটো থাকে, তাহলে পানি ঢুকলে কান পাকে। আর এ রকম সমস্যা না হলে কান পাকে না।’

‘তবে যাদের আগে থেকে কানপাকার সমস্যা থাকে, তাদের কানের ভেতর পানি প্রবেশ করলে সমস্যাটি আরো খারাপ পর্যায়ে চলে যেতে পারে। তবে যাদের এ রকম কোনো সমস্যা নেই, তাদের কানের ভেতর পানি প্রবেশ করলে সমস্যা হওয়ার আশঙ্কা নেই।’ এমনটাই জানান ডা. কবীর।

কানপাকা রোগকে বলা হয় ওটাইটিস মিডিয়া। মধ্যকর্ণের সংক্রমণ এবং ফোলাভাবের জন্য এই সমস্যা হয়। এয়ারড্রামের পাশে মধ্যকর্ণ থাকে। ক্ষণস্থায়ী কান পাকা সাধারণত কানে ব্যথা নিয়ে শুরু হয়। এটি চলতে থাকলে দীর্ঘমেয়াদি কানপাকার সমস্যা হয়।  স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট মেডলাইন প্লাস জানিয়েছে কান পাকার কারণগুলোর কথা।

    • শিশুদের বেলায় কান পাকার সমস্যা বেশি হয়। কারণ, তাদের ইউসট্যাসিয়ান টিউব সহজে বন্ধ হয়ে যায়।
    • অ্যালার্জি
    • ঠান্ডা এবং সাইনাস সংক্রমণ
    • বারবার মধ্যকর্ণে সংক্রমণ
  • এডিনয়েড বেড়ে যাওয়া ইত্যাদি কারণে কান পাকার সমস্যা হয়।
http://www.anandalokfoundation.com/