13yercelebration
ঢাকা

বিগত ছয় মাসে বাংলাদেশে হিন্দু নির্যাতনের রেকর্ড

নিউজ ডেস্ক
July 2, 2022 9:47 pm
Link Copied!

দেশে একের পর এক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক নীপিড়িনের ঘটনা ঘটলেও আজ পর্যন্ত সেসব ঘটনা নিরসনে জাতীয় সংসদ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, কোনো আলোচনা হয়নি, ভূমিকা রাখে নাই বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের ও অসাম্প্রদায়িক সরকার।

বর্তমান সরকারের আমলে  পাংশা কলেজের অধ্যক্ষ অরুণ প্রামাণিক, নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি, কলেজ শিক্ষিকা লতা সমাদ্দার, হৃদয় মণ্ডল, আমোদিনী পাল, অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস, বিশ্ববিদ্যালয় শিক্ষক সঞ্জয় সরকার, উমেশ রায়সহ অর্ধশত শিক্ষককে জুতার মালা পরানোসহ নানাভাবে অপমান-অপদস্থ করা হয়েছে। গত বছর সাভার রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর ধারালো অস্ত্র দিয়ে ৫ টুকরো করে কলেজ চত্ত্বরেই পুতে রেখেছিলো, এক বছর পরে এই সাভারেই অধ্যাপক উৎপল কুমার সরকারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হলো। সবচেয়ে বেদনার বিষয় সরকার অতীতের কোনো ঘটনারই বিচার করেনি। কাউকে শাস্তি দেয়নি।

হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মঠ-মন্দিরে হামলা, ভাংচুর, হত্যা, হত্যা প্রচেষ্টা, জমি দখল, দেশ ত্যাগে বাধ্যকরণসহ নানা নির্যাতন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ হিন্দু সম্প্রদায় দুর্বিসহ অবস্থার মধ্যে দিন যাপন করছে।বাংলাদেশের ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন (৬মাসের) হিন্দু নির্যাতনের রেকর্ড প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এই ৬ মাসের রেকর্ড আপনি দেখলে আতকে উঠবেন। এতটাই হিন্দু নির্যাতনের ভয়াবহ রেকর্ড সেখানে তুলে ধরা আছে।

১ জানুয়ারি ২০২২ থেকে ৩০ জুন ২০২২ এর (৬ মাসের) হিন্দু নির্যাতনের রেকর্ড নিম্মে দেওয়া হলোঃ

হত্যাঃ ৭৯ জন।
হত্যা হুমকিঃ ৬২০ জন।
হত্যার চেস্টাঃ ১৪৫ জন।
চাঁদাবাজিঃ ২৭ কোটি ২ লাখ ৮৩ হাজার।
মন্দির লুটপাটঃ ১৫৬ টি।
বসতবাড়ি ভাঙচুরঃ ৬৬৮ টি।
অগ্নিসংযোগঃ ৩৪৩ টি।
ব্যবসা প্রতিষ্ঠানে হামলাঃ ৯৩ টি।
ভূমি দখলঃ ২ হাজার ১৫৯ একর ৬৩ শতাংশ।
ঘরবাড়ি দখলঃ ১৭ টি।
মন্দিরের জমি দখলঃ ২৯ টি।
বসতবাড়ী উচ্ছেদ পরিবারঃ ১৩২ টি।
উচ্ছেদের চেস্টা করা হয়েছেঃ ৭১৭ টি পরিবার কে।
উচ্ছেদের হুমকিঃ ৮৯৪৩
দেশ ত্যাগে বাধ্যঃ ১৫৪ টি পরিবার।
দেশ ত্যাগে হুমকিঃ ৩৮৯৭ টি পরিবার।
নিরাপত্তাহীনতাঃ ১লাখ ১৫ হাজার ৪ শত ২৯ টি পরিবার।
সঙ্গবদ্ধ হামলাঃ ৫০১ টি।

মন্দিরে হামলা,অগ্নিসংযোগঃ ৫৬ টি।
প্রতিমা ভাঙচুরঃ ২১৯ টি।
প্রতিমা চুরিঃ ৫০ টি।

অপহরনঃ ৭৭ জন।
গনধর্ষণঃ ১৩ জন।
ধর্ষনের পর হত্যাঃ ৩ জন।
ধর্ষনের চেস্টাঃ ১৯ জন।
ধর্মান্তরিতঃ ৯৫ জন।
ধর্মীয় অনুভূতিতে আঘাতঃ ৮৫৬৩
মিথ্যা মামলার আসামিঃ ৯৬ টি
২ জুলাই ২০২২।।

http://www.anandalokfoundation.com/