13yercelebration
ঢাকা

স্বাধীন মুক্ত আমি আমার কলম

Link Copied!

আজ স্বাধীন মুক্ত আমি আমার কলম। আমি আমার মতো করে লিখবো। কোন বৈষম্য থাকবে না আর। খুশিতে আমার লেখার মতো ভাষা নেই। নির্লজ্জ বেহায়া বেশরম আমি। তবু দু’কলম না লিখলে কেমন হয়? তাই লিখছি। শেখ হাসিনা একজন স্বৈরশাসক? দুর্নীতিবাজ? খুব খারাপ মহিলা? তাঁর মতো খারাপ মহিলা হয়তোবা ইতিহাসে আর পাওয়া যাবে না। তবু এই খারাপ মহিলাটির জন্য দু’কলম লিখতে কলম ধরলাম কেন ? জানি না। একটানা ১৫ বছর শাসন করে দেশটাকে লুঠেফুটে খেয়ে ফেলেছে। কত টাকা বিদেশে পাচার করেছে তা হিসেব করা মুশকিল !!! এত খারাপ মহিলা ???

এত বড় বড় ব্রিজ করলেন। নদীর নিচ দিয়ে টানেল করলেন। পাঁচশ মডেল মসজিদ করলেন। মন্দির করলেন। শিক্ষা প্রতিষ্ঠান করলেন।এত বড় বড় রাস্তা করলেন। ঢাকা থেকে নতুন রেল লাইন করলেন। কক্সবাজারকে রেললাইনের আওতায় আনলেন। রাজধানীবাসীর জন্য মেট্রোরেল করলেন। এলিভেট এক্সপ্রেস করলেন। গভীর সমুদ্র বন্দর করলেন। রূপপুর পারমানবিক বিদ্যুৎ করলেন। ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করলেন। এত সুন্দর বিমান বন্দর করলেন। স্যাটালাইট করলেন। দেশের চেয়ে দ্বিগুণ সমুদ্র সীমা নির্ধারণ করলেন। ভারতের সাথে ছিটমহল বিনিময় করলেন। ভাসমান মানুষের জন্য নিজস্ব ঘর করে দিলেন। উপবৃত্তির ব্যবস্থা করে দিলেন। এইচএসসি পর্যন্ত বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করে দিলেন। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করলেন। বিধাব ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা, অসুস্থ হলে চিকিৎসা ভাতার ব্যবস্থা করলেন। এতো টাকা কোথায় পেলেন?? এতকিছু করার পরও আবার কোটি কোটি টাকা বিদেশে পাচার করলেন??? এতো টাকা কোথা থেকে এলো?? এই শেখ হাসিনার মতো খারাপ মহিলা আমি কি দেখেছি???

একটানা ১৫ পনের বছর ধরে মানুষের বাক-শক্তি, কথা বলার স্বাধীনতা লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছেন। মিড়িয়াকে গলাটিপে ধরেছেন।দুই-আড়াই হাজারের মতো পত্রিকা প্রকাশিত হওয়ার জন্য সরকারী সুযোগ সুবিধা করে দিলেন। বাংলাদেশ টেলিভিশন থেকে বাইরে এসে মাই টিভি, সময় টিভি, মাছ রাঙা টিভি, যমুনা টিভি, বিজয় টিভি, এসএ টিভি, এটিএন নিউজ, এটিএন বাংলা, নিউজ ২৪, গ্লোবাল টিভি, গান বাংলা, এনটিভি, আরটিভি, একুশে টিভি, এখন টিভি, এশিয়া টিভি, ডিভিসি টিভি, ৭১ টিভি, প্রিন্ট, অনলাইনসহ মানুষের কথা বলার নানা পথ খুলে দিলেন। ইন্টারনেটে অবাধ ব্যবহারের জন্য যাবতীয় সুযোগ করে দিলেন। তথ্যের অবাধ প্রবাহের জন্য তথ্য অধিকার আইন করে দিলেন। আপনি এতই খারাপ? বাংলার মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নিলেন ??

আপিন শেখ হাসিনা এতো গুলো বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছেন। এত গুলো মেডিকেল কলেজ অনুমোদন দিয়েছেন। বিদেশী অনেক শিক্ষার্থী বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে এসে শিক্ষাগ্রহণ করছে। আজকে বাংলাদেশে উচ্চ শিক্ষিত মেধাবীর সংখ্যা বেড়েই চলছে। নারী শিক্ষার জন্য নানা ধরণের সুযোগ তৈরী করে দিয়েছেন। নারী উদ্যোক্তা তৈরী করার জন্য রাষ্ট্রীয়ভাবে সকল সুযোগ করে দিলেন। আপনি খুব খারাপ মহিলা? আপনাকে দেখলে বাংলার মেয়েদের গায়ে জ্বালা ধরে যায় !!! আমরা এখন শিক্ষিত মেধাবী শিক্ষার্থী আমাদের আর কেউ ধমিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনার মতো কম শিক্ষিত মহিলাকে কি আমরা আর গণণায় ধরি??

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সামিল হয়েছিল কম বেশী। এই আন্দোলনে পুলিশের সন্তান ছিল না? সাংবাদিকদের সন্তান ছিল না? ছিল না সেনা নৌ বিমান বাহিনীতে চাকরী করা কারো সন্তান? ছিল না সরকারী আমলার সন্তান? ছিল না সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্য? ছিল না ডাক্তার নার্স ও বিভিন্ন পেশায় চাকুরী করা তাদের সন্তান?

পুলিশ খুবই খারাপ? পুলিশ কি মানুষ?? সরকারের পেটোয়া বাহিনী। পুলিশকে সৃষ্টি করা হয়েছে শুধু মাত্র দমন পীড়নের জন্য। গভীর রাত সন্ত্রাসীরা আক্রমণ করেছে কাউকে পাওয়া যায়নি। ফোন করেছি ৯৯৯ এ। মুহুর্ত্বের মধ্যে হাজির হয়েছিল পুলিশ। মোবাইল ফোন হারিয়ে গেছে। জিডি করেছি থানায়। মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছিল পুলিশ। পুলিশের পোশাকটি ছিল বলে রাস্তায় যাওয়ার সময় সাহস পেয়েছিলাম। এই পুলিশকে আর রাখা যাবে না।

চলো একসাথে থানায় আগুন ধরিয়ে দিই? যেখানে পুলিশ দেখি তার উপর হামলা করি? তাদের মেরে ফেললে মুহুর্ত্বেই চলে যাবো স্বর্গে !!?? শেখ হাসিনার পেটোয়া পুলিশ বাহিনী না হয় দুর্নীতিবাজ জঘণ্য খারাপ!!! আমিতো মেধাবী! আমিতো ভালো!! আমি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী। আমি কেন থানায় আগুন দিয়ে হাজার কোটি টাকার দেশের সম্পদ জ্বালিয়ে দেব???

http://www.anandalokfoundation.com/