জগদীশ দাশ,মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত কমলগঞ্জ উপজেলার ভানুগাছ শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গনে শনিবার টি,এস,এস কমলগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ে শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন টি, এস,এস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত কার্যকরি উপদেষ্টা এড.প্রিতম দত্ত সজীব,প্রধান আলোচক ছিলেন কমলগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রাম ভজন কৈরী,উদ্বোধক ছিলেন টি এস এস কমলগঞ্জ উপজেলার সভাপতি শ্রী অপু রায় পার্থ, বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজাউদযাপন পরিষদের সভাপতি শ্রী শংকর লাল সাহা, টি এস এস জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী পবলু দত্ত জয়,অঞ্জন প্রসাদ রায়,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়,পরিচালনায় ছিলেন কমলগঞ্জ উপজেলা টি এসএস এর সহ সাধারণ সম্পাদক সাগর দেবনাথ,সভাপতিত্ব করেন টি এস এস কমলগঞ্জ সরকারি মহাবিদ্যালয় শাখার আহবায়ক বিজয় মল্লিক। উক্ত সম্মেলনে বক্তারা বলেন টি এস এস মৌলভীবাজার জেলার মধ্যে একটি পরিচিত সংগঠন ও মানব সেবা মুলক সংঘ।তাদের সংগঠনের মাধ্যমে আজ কোমলমতি শিশুদের মাঝে সঠিক ধর্ম চর্চা করার জন্য গুরুকুল জ্ঞান গৃহ (গীতা স্কুল)নামে প্রায় ৫১ টি স্কুল প্রতিষ্ঠা করছে।তাই এই সংগঠনকে সাধুবাদ জানান।
উক্ত কমলগঞ্জ সরকারি মহাবিদ্যালয় শাখার সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন বিজয় মল্লিক,সাধারণ সম্পাদক অপু মল্লিক, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল শীল, মহিলা বিষয়ক সম্পাদক সীমা দেবনাথ প্রমূখ।