অর্থনৈতি ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন তদন্ত প্রতিবেদন কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে।
গত সোমবার ঈদের ছুটি শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে রিজার্ভ চুরির তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় প্রাক্তন গভর্নর ফরাস উদ্দিনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে চূড়ান্ত করা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘প্রতিবেদনের ভিত্তিতে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। আশা করছি, প্রতিবেদনটি কয়েকদিনের মধ্যেই জনসমক্ষে প্রকাশ করা হবে।’