বিনোদন ডেস্ক: অক্ষয় কুমারকে বেদম মারলেন কিংবদন্তি অভিনেত্রা রজনীকান্ত। ঘুসি, লাথি থেকে শুরু করে বাদ যায়নি কিছুই। আর এ নিয়েই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। কেন অক্ষয়কে পেটালেন রজনীকান্ত?
কয়েকদিন আগেও রজনীকান্ত সম্পর্কে উচ্ছ্বসিত ছিলেন অক্ষয়। কী এমন ঘটল যে, এখন অক্ষয়কেই বেদম মারলেন রজনীকান্ত!
জানা গেছে, পুরো ঘটনাটিই ঘটেছে ‘রোবট ২’-এর সেটে। একসঙ্গে শুটিং করছিলেন দু’জন। অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। একদিকে নায়ক রজনী, অন্যদিকে ভিলেন অক্ষয়। হিরো মেরে ভিলেনকে পাট করবেন, তাতে আশ্চর্যের কি? হ্যাঁ, ঠিক এটাই হয়েছে।
রজনীকান্তের হাতে মার খেয়ে অক্ষয় বলেছেন, ‘‘মনে হচ্ছে একেবারে টপ অফ দ্য ওয়ার্ল্ড। এই ভাবে লাথি-ঘুসি খেয়ে বেশ ভাল লেগেছে। জীবনে বহুবার এই কাজ আমি করেছি। আর রজনীকান্তের মতো সুপারহিরোর কাছে মার খাওয়া তো একজন ভিলেনের কাছে সৌভাগ্যের বিষয়।’