13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উৎসবে দর্শনার্থী প্রবেশ নিষেধ

admin
December 24, 2015 3:45 pm
Link Copied!

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান উৎসব বড়দিন উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উৎসবকে ঘিরে প্রতি বছরের মতো এবারো নানান কর্মসূচির আয়োজন করেছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

তবে, এ বছর উৎসবের আমেজ সকল ধর্মাবলম্বীর মাঝে ভাগাভাগী করছেন না তারা। ব্যাপ্টিস্ট চার্চ সংঘে খ্রিষ্টান সম্প্রদায় ব্যতীত দর্শণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বড়দিন উদযাপন কমিটি। খ্রিষ্টান সম্প্রদায়ের মাঝে নিরাপত্তা সংশয় ও ভয়-ভীতি বিরাজ করায় এমন সিদ্ধান্ত তাদের। খ্রিষ্টান সম্প্রদায়ের ব্যাপ্টিস্ট চার্চ সংঘে জেনারেল সেক্রেটারি প্রদীপ বিশ্বাস বলেন, যেহেতু আমাদের সম্প্রদায়ের এটি বড় উৎসব। তাই ভয়-ভীতি নিয়েও ক্ষুদ্র পরিসরে আমরা উৎসবের আয়োজন করেছি। চেষ্টা থাকবে এর মাঝে উৎসব করার। বাকীটা ঈশ্বরের ইচ্ছা।

তিনি আরও বলেন, আমরা সকলেই জানি ধর্ম যার যার, উৎসব সবার। আর এ কারণেই প্রতি বছর আমাদের এ উৎসব দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক মানুষজনের সমাগম হতো। তবে এবারে বাইরের কোন লোকদের চার্চ সংঘের ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না। এই চার্চ সংঘে অনেক পরিবার ও ছোট ছেলে মেয়ে রয়েছে। তাদের নিরাপত্তার স্বার্থেই এ ব্যবস্থা নেয়া হয়েছে । কারণ যেখানে মসজিদে বোমা হামলা হচ্ছে , সেখানে আমাদের এ সংঘে নিরাপত্তা কতটুকু নিশ্চিত করা হবে। সব মিলিয়ে নিরাপত্তার বিষয়টি বার বার আমাদের ভাবিয়ে তুলছে। খ্রিষ্টান সম্প্রদায়ের রংপুরে ১০ ব্যাপ্টিস্ট চার্চ সংগঠনের ফাদারসহ কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেয়ায় সর্বত্রই এ আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে। নিরাপত্তার অভাব বোধ করছে চার্চ সংঘের ফাদারসহ বিদেশি নাগরিকরাও।

ধাপ এলাকায় অবস্থিত খ্রিষ্টানদের ধর্মীয় প্রতিষ্ঠান ব্যাপ্টিস্ট চার্চ সংঘে দেখা যায় সেখানে পাদ্রীবসহ খ্রিষ্টানদের নিরাপত্তার জন্য কয়েক জন পুলিশ পাহারায় রয়েছে যা তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট নয় বলে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য ক্যানিয়েলসহ কয়েকজন অভিযোগ করেন। ব্যাপ্টিস্ট চার্চ সংঘের ফাদার মি. বার্নবাস বলেন, নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা যাতে স্বাভাবিকভাবে চলতে পারি সে ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে। উল্লেখ্য, খ্রিষ্টান সম্প্রদায়ের রংপুরের ১০ ব্যাপ্টিস্ট চার্চ সংগঠনের ফাদারসহ কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেয়ায় প্রশাসনসহ সর্বত্রই ব্যাপক তোলপাড় শুরু হয়। ২৬শে নভেম্বর ডাকযোগে এ চিঠি পেয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ও কর্মকর্তাগণ আতঙ্কিত হন। চিঠিতে লেখা ছিল, ‘এই মুহূর্ত থেকে জেনে রাখবা আগামী যে কোনদিন, সময় বা মুহূর্তে তোমাদের বিদায় নিতে হবে।’ এছাড়া চিঠিতে আরও উল্লেখ করা হয় এবার আমাদের পরিকল্পনা বাংলাদেশে যারা খ্রিষ্টান ধর্ম প্রচার করে তাদের সকলকে এক এক করে হত্যা করা। আমাদের দেশে শুধু মুসলিম আইন দ্বারা দেশ পরিচালিত হবে।

বাংলাদেশে মুসলমান আছে কি-না এবার সরকার টের পাবে। এর আগে মাহিগঞ্জ সংলগ্ন আলুটারী গ্রামে ৩রা অক্টোবর জাপানি নাগরিক হোশি কুনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর পরপরই একইভাবে টেক্সটাইল মোড় এলাকায় বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে গুলি করে হত্যাচেষ্টা এবং কাউনিয়ার মাজার খাদেম রহমত আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

http://www.anandalokfoundation.com/