যশোর প্রতিনিধি: যশোরে হিজবুত তাহরিরের আঞ্চলিক কমান্ডার সন্দেহে তানজিব আহমেদ আশরাফুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় । তার কাছ থেকে একটি ল্যাপটপ ও হিজবুত তাহরিরের কিছু লিফলেট ও পুস্তক জব্দ করা হয়েছে। আটক আশরাফুল যশোর শহরের পুরাতন কসবা কদমতলা এলাকার আব্দুল মজিদের ছেলে।
সোমবার বেলা সাড়ে ১১টায় এ ব্যাপারে প্রেস ব্রিফিং করেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি বলেন, আশরাফুলের বাবা মিশরে থাকেন। সেখান থেকে তিনি আশরাফুলকে ল্যাপটপটি পাঠিয়েছেন। ওই ল্যাপটপে আইএসআইএস এর কর্মকান্ডের বেশকিছু ভিডিও চিত্র পাওয়া গেছে। ল্যাপটপের কিছু ফাইল পাসওয়ার্ড দিয়ে রাখা হয়েছে। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।