ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিভিন্ন বাজারে অযাচিত টোল আদায়ের প্রতিবাদে স্মারকলিপি

নিউজ ডেস্ক
February 23, 2022 5:06 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, যশোর: যশোর বিভিন্ন বাজারে অযাচিত টোল আদায়ের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা। যশোর জেলা পরিবেশক সমিতির উদ্যোগে আজ দুপুর ১টার দিকে পৌর মেয়র হায়দার গণি খান পলাশের কাছে তারা এ স্মারকলিপি দেন।

ব্যবসায়ীরা জানান, তারা যশোর শহরের বিভিন্ন বাজারে পণ্য ডেলিভারি দিতে যান। গত দুই বছর ধরে যশোর পৌরসভার কাছ থেকে বাজার ইজারা গ্রহণকারী শহরের বড়বাজারসহ ৮টি বাজার থেকে জোরপূর্বক অর্থ আদায় করে আসছে। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা অযাচিত টোল আদায় বন্ধের দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ কোন কর্ণপাত করছে না। বরং ইজারাদারের লোকজন দুর্ব্যবহার করে আসছে।

যে কারণে তারা স্মারকলিপি প্রদানের মাধ্যমে টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন। তাদের দাবি মানা না হলে আগামী বিক্ষোভ কর্মসূচি দেয়া হবে বলে জানান ব্যবসায়ীরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবেশক সমিতির সহ-সভাপতি সাঈদ আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক বায়জিদ আব্বাস, কামরুজ্জামান, দেব কুমার, শেখ মাহফুজুর রহমানসহ প্রমুখ।

http://www.anandalokfoundation.com/