অনেকেই আশঙ্কা করছেন তালেবান ক্ষমতায় আসায় মেয়েদের হয়তো আর পড়তে দেবে না । কিন্তু আফগানিস্তানের শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি বলেছেন, পড়ালেখা করার সুযোগ দেয়া হবে নারীদেরও ।
শর্ত হচ্ছে, ছেলে ও মেয়েদের আলাদাভাবে ক্লাস করতে হবে।
বিশ্ববিদ্যালয় খোলার ব্যপারে আব্দুল বাকি হাক্কানি বলেন,কয়েকদিনের মধ্যে আফগানরা শুনতে পারবে ইসলামিক আমিরাত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবে।
অর্থনৈতিক সমস্যা ও ছেলে-মেয়েদের জন্য আলাদা ক্লাসের অভাবে বিশ্ববিদ্যালয়গুলো খুলতে সময় লাগছে।
শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি বলেছেন, খুব শীঘ্রই একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার করবে তালেবান সরকার।