ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যা

admin
August 19, 2015 9:09 pm
Link Copied!

ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জের তাড়াশে মেয়ের উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত খুশি বেগম (৪৫) একই উপজেলার ভাটরা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী।বুধবার দুপুরে ঘটনাটি ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, উপজেলার ভাটরা গ্রামের বিদেশ ফেরত হানেফ আলী দেশে ফেরার পর থেকেই একই গ্রামের কামরুল ইসলামের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ নিয়ে বেশ কয়েকদিন হানেফ আলীকে সতর্কও করা হয়। এরই জের ধরে দুপুর ২টার দিকে কামরুলের স্ত্রীর সঙ্গে হানেফ আলীর স্ত্রী নিরালা বেগমের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে নিরালা বেগম ও হানেফ আলী মিলে খুশী বেগমকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণের মধ্যে তাড়াশ থানা পুলিশ অভিযুক্ত নিরালা বেগম ও তার ভাই মিজানুর রহমানকে আটক করেছে।

এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম জানান, গৃহবধূ নিহতের ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

http://www.anandalokfoundation.com/