মেহের আমজাদ,মেহেরপুর (১১-০৭-১৮): মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে “পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার” এই প্রতিপাদ্যে মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।
বুধবার সকাল ১০ টার দিকে দিবসটি পালন উপলক্ষে মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালি জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস,মেহেরপুর পৌরসভরা প্যানেল মেয়র শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ অলোক কুমার দাস, পলাশি পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ব্র্যাক-এর মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়।