নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে জহুরুল ইসলাম (৪০) নামের এক মাদকসেবীকে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন এ সাজা দেন। জহুরুল বাগাতিপাড়া উপজেলার চক হরিরামপুর গ্রামের সিরাজ আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার তমালতলা এলাকা থেকে জহুরুলকে আটক করে বাগাতিপাড়া থানা পুলিশ। পরে ওই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত জহুরুলকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। ইতিপুর্বেও জহুরুলকে একই অভিযোগে ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারাদন্ড প্রদান করেছিল বলে জানা গেছে।