মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ঋত্তিক মন্ডল নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। সে শালিখার কৃষ্ণপুর গ্রামের শংকর মন্ডলের ছেলে।
নিহতের পরিবারের সদস্য সুকেশ মন্ডল জানান- বেলা ১ টার দিকে দিদার সাথে মাগুরা এক আত্মিয় বাড়ি থেকে ভ্রমণ শেষে বাড়ি ফিরছিল ঋত্তিক।শালিখার কৃষ্ণপুর এলাকায় রাস্তার পাশে নসিমন থেকে নেমে শিশুটি রাস্তা পাড় হতে গেলে মাগুরা থেকে যশোর দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়া পালিয়ে যায়। তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. অমর প্রসাদ বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। বাসটি পালিয়ে যায়।
শালিখা থানার ওসি বলেন , শিশুটিকে ধাক্কা দিয়ে বাসটি পালিয়ে যায় । পরিবার থেকে থান্ায় কোন অভিযোগ পাওয়া যায়নি ।