14rh-year-thenewse
ঢাকা

বেনাপোল চেকপোষ্টে পাসপোর্টযাত্রী সহ আটক ৪ লাখ ৭ হাজার টাকা

admin
July 16, 2016 4:00 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: স্বর্ন ডলার পাচারের মহানায়ক বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস সুপার উত্তম সমদ্দারের কাষ্টমস তল্লাশি শেষে  ভারত গামী পাসপোটযাত্রী দিপক মিত্রকে ৪ লাখ ৭ হাজার টাকা সহ আটক করেছে কাষ্টমস শুল্ক গোয়েন্দারা। শনিবার সকাল সাড়ে ৮ টার সময় এ যাত্রীকে টাকা সহ আটক করা হয়।

আটক পাসপোর্ট যাত্রী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার দিনেশ মিত্রর ছেলে দিপক মিত্র। তার পাসপোর্ট নং বিএল- ০১৭৫২৪৯।

বেনাপোল চেকপোষ্ট কাষ্টমসে গত তিন দিনে শুল্ক গোয়েন্দারা  ১ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা আটক করলে ও গোয়েন্দাদের কোন টাকা আটকের ব্যাপারে ক্রেডিট নাই । কাষ্টমস কর্তৃপক্ষ জোর করে বলছে  তারা আটক করছে বলে অভিযোগ করেছেন শুল্ক গোয়েন্দারা।

বিশেষ সুত্রে জানা গেছে সুপার উত্তম কুমার ঘুষ দুর্নিতী স্বজনপ্রীতি স্বর্ন ডলার পাচারের অভিযোগে বিগত ৯ মাস আগে বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস  থেকে বদলী হয়ে কাষ্টমস হাউজে যায়। সেখানে ও তার দুর্নীতি থেমে থাকে না। সুত্র জানায় চেকপোষ্টে চাকুরি করতে গেলে ঝুকি কম আবার স্বর্ন ডলার পাচার করে বড় অংকের টাকা রোজগার করা যায় তার জন্য সে আবার ও বড় অংকের ঘুষের মাধ্যমে আসে বেনাপোল চেকপোষ্ট কাষ্টমসে গত মে মাসে। এরপর থেকে এ পথে টাকা ডলার সহ অন্যান্য বৈদেশীক মুদ্রা উত্তম সমদ্দার এর সহায়তায় পাচার হয়ে আসছে বলে বিভিন্ন ভাবে প্রকাশ হতে থাকে।

সম্প্রতি এ অভিযোগের ভিত্তিতে কাষ্টমস গোয়েন্দা বিভাগ তৎপর হয়ে উঠায় গত পর পর তিন দিনে এ বিপুল পরিমান অর্থ আটক হয়।

কাষ্টমস ইন্সপেক্টর নজরুল ইসলাম জানান, কাষ্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে দিপক মিত্র বেনাপোল চেকপোষ্ট নোম্যান্সল্যান্ডে গেলে সেখান থেকে তাকে ডেকে এনে তল্লাশি চালালে তার ব্যাগের ভিতর লুকিয়ে থাকা জুতা এবং পকেট থেকে ৪ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃত টাকা প্রাথমিক ভাবে বেনাপোাল শুল্ক গুদামে জমা করা হবে। এরপর তিনি আদালতের মাধ্যমে আবেদন করলে বিষয়টি আদালত দেখবে।

http://www.anandalokfoundation.com/